'ঐক্যবদ্ধ ফ্রন্ট' গড়তে এশিয়া আসছেন বাইডেন

পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সাম্প্রতিক হুমকি ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ায় সঙ্গে আলোচনা করতে প্রথম এশিয়া সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আগামী মাসে তিন দিনের এ সফরে প্রথমে দক্ষিণ কোরিয়া যাবেন বাইডেন, সেখান থেকে প্রতিবেশী দেশ জাপানে যাবেন। খবর এএফপির।
ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন ২১ মে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়লের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে ১০ মে সক-ইয়ল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
বাইডেনের এই সফরের বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, নেতারা আমাদের অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্ক জোরদার, অর্থনৈতিক বন্ধন শক্তিশালী ও ঘনিষ্ঠ সহযোগিতা বিস্তৃত করার সুযোগ নিয়ে আলোচনা করবেন। ২২ মে মার্কিন প্রেসিডেন্ট জাপান গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বসবেন।
দুই নেতা এরপর কোয়াড নেতাদের বৈঠকে অংশ নেবেন। সেখানে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া ও ভারতের শীর্ষ নেতারাও থাকবেন।