তেঁতুলতলা খেলার মাঠই থাকবে বলেছেন প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন আন্দোলনকারীরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৪, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১৫ বৈশাখ ১৪২৮

রাজধানীর তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণ কাজ বন্ধ করে তা শিশুদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। 

বৃহস্পতিবার দুপুরে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারীর সংবাদ সম্মেলন ডাকে। এরমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে না। প্রধানমন্ত্রী ওই মাঠটি শিশুদের খেলার জন্য রাখতেই নির্দেশ দিয়েছেন। 

কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদের সমাবেশ রূপ নিল আনন্দের সমাবেশে। সংবাদ সম্মেলন শেষ করে সবাই সম্মিলিত কণ্ঠে গেয়ে উঠলেন, ‘আমরা করেছি জয় আজকে’। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে এলাকাবাসী ও শিশু কিশোরেরাও এসে যুক্ত হয়। 

সংবাদ সম্মেলনে বসে প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমের সামনে পড়ে শোনান মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না। 

সুবিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল, প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করা গেলে মাঠ ফিরে পাব।’

তেঁতুলতলা মাঠটি ঢাকার আধুনিক মাঠ হিসেবে গড়ে তুলতে মাঠের নকশা করে দেওয়ার ঘোষণা দেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন।

তিনি বলেন, মাঠ উন্মুক্ত রাখার এ ঘোষণা এলাকাবাসী ও শিশু কিশোরদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

রাতের আঁধারে মাঠে দেয়াল তৈরির সমালোচনা করে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, সময়ের আগে ঠিকাদার যেভাবে তার কাজ শেষ করেছেন, তাতে বিনা টেন্ডারে কাজ পেতে পারেন।

মাঠের উন্নয়নে পাশে থাকবেন বলে ঘোষণা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি এলাকায় এ রকম দুটি মাঠ দরকার। মাঠ থাকলে শিশুরা খেলতে পারবে। বৃদ্ধরা বসে কথা বলতে পারবে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। 

তিনি বলেন, মাঠ না থাকলে আমাদের সন্তানেরা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হবে। এটা হতে দেওয়া যায় না।

মাঠ ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। তারাও ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীকে।

Share This Article


বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

যে কারণে শ্রম আইন সংশোধন বিল সই করলেন না রাষ্ট্রপতি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সৌদি আরব: প্রধানমন্ত্রী

আজ গণতন্ত্র মুক্তি দিবস

২৪ ঘণ্টায় তিন পরিবহনে আগুন

সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা ক্যাম্পে ৪ জনকে গুলি করে হত্যা

এবার কুয়াকাটা পর্যন্ত রেল চালুর উদ্যোগ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, শতাধিক পর্যটক আটকা

যুক্তরাষ্ট্রের বানিজ্য নিষেধাজ্ঞা না আসার ইঙ্গিত!

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন মিলার

সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী