লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৩, সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ২৮ অগ্রহায়ণ ১৪২৮

লেবাননের একটি উদ্বাস্তু শিবিরে গোলাগুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত তিনজনই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য। রোববার (১২ ডিসেম্বর) সংগঠনটিরই একজন সদস্যের জানাজার সময় এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নিহত হামাস সদস্যরা দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বিস্ফোরণে নিহত ওই ব্যক্তির জানাজায় অংশ নিয়েছিলেন।

হামাসের কর্মকর্তা রাফাত আল-মুরা জানিয়েছেন, গত শুক্রবার দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বিস্ফোরণে তাদের এক সদস্য নিহত হন। রোববার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে অবস্থিত বুর্জ আল-শেমালি উদ্বাস্তু শিবিরে তার জানাজার প্রক্রিয়া চলছিল।

তার অভিযোগ, রোববার জানাজার আনুষ্ঠানিকতার মধ্যেই হামাস সদস্যদের ওপর গুলিবর্ষণ করে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গ্রুপের সদস্যরা। এতে ওই তিন ফিলিস্তিনি নিহত হন। গুলিতে আরও ৬ ফিলিস্তিনি আহত হন।

২০০৭ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুষ্ঠিত নির্বাচনে হামাসের কাছে পরাজিত হয় মাহমুদ আব্বাসের দল ফাতাহ। এরপর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে দল দু’টি।

উদ্বাস্তু শিবিরের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে জানান, শুক্রবার নিহত ফিলিস্তিনির মরদেহ বহনকারী মিছিলটি বুর্জ আল-শেমালি উদ্বাস্তু শিবিরের কবরস্থানের কাছে পৌঁছালে হঠাৎ জনতার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এসময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং কে কাকে লক্ষ্য করে গুলি করছিল, সেটি বোঝা যায়নি।

Share This Article


জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে দুই ভারতীয় শিক্ষার্থী নিহত

তাইওয়ানে ৮০ বারেরও বেশি ভূমিকম্প

পশ্চিম উত্তরপ্রদেশের ভোটে মেরুকরণের আবহ নেই

ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

তাপপ্রবাহে ইউরোপে মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ

টিকটক নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তার মৃত্যু