যেকারণে ওডেসার একটি ব্রিজ ধ্বংস করল রুশ বাহিনী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১১, বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১৪ বৈশাখ ১৪২৮

মিসাইল হামলা চালিয়ে ওডেসা অঞ্চলের একটি ব্রিজ উড়িয়ে দেয় রুশ বাহিনী। 

সোমবার  ওডেসা অঞ্চলের একটি ব্রিজে এই মিসাইল হামলা চালায় তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ দাবি করেছেন, মলদোভার ট্রান্সনিসট্রিয়ায় প্যারাট্রুপার নামাতে ব্রিজটি উড়িয়ে দিয়েছে রাশিয়া। 

ট্রান্সনিসট্রিয়া আন্তর্জাতিকভাবে মলদোভার অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু ট্রান্সনিসট্রিয়া তাদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। 

১৯৯২ সালে রুশ বাহিনীর সাহায্য নিয়ে ছোট একটি যুদ্ধের পর মলদোভার কাছ থেকে আলাদা হয়ে যায় তারা।

ওই যুদ্ধের পর ট্রান্সনিসট্রিয়ায় প্রায় দেড় হাজার রাশিয়ান সেনা অবস্থান করছে। এখন ইউক্রেনের ভয়, রাশিয়া ট্রান্সনিসট্রিয়ায় তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করবে।

আর এমন আশঙ্কা থেকেই অলেক্সি আরেস্তোভিচ জানালেন, তাদের শঙ্কা রাশিয়া সেখানে প্যারাট্রুপার নামানোর কাজটি নির্বিঘ্নে করতে ওডেসার ব্রিজটি উড়িয়ে দিয়েছে। 

সেই ব্রিজটি ওডেসার সঙ্গে ট্রান্সনিসট্রিয়ার যোগাযোগের পথ ছিল।

এ ব্যাপারে অলেক্সি আরেস্তোভিচ বলেন, আমাদের মনে হচ্ছে আমাদের বাহিনীকে আটকাতে তারা ব্রিজটি উড়িয়ে দিয়েছে। তারা সেখানে প্যারাট্রুপার নামানোর কাজ করতে পারে।

ওডেসার যে স্থানটিতে রাশিয়া ব্রিজটি উড়িয়ে দিয়েছে সেটি দিনিস্টিার নদীর ওপর নির্মিত। 

দিনিস্টার নদীটি গুরুত্বপূর্ণ শহর বিলহোরোড-দিনিসট্রোভস্কির কাছে অবস্থিত। 

এই নদীর ওপর থাকা ব্রিজটিতে ২৪ ঘণ্টার মধ্যে দুইবার হামলা চালিয়েছে রাশিয়া। 

তাদের হামলায় রেল লাইনেরও ক্ষতি হয়েছে। আর এর মাধ্যমে ইউক্রেনের মূল ভূখন্ড ও বুডজাকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আর এই বুডজাকেই ইউক্রেনের সঙ্গে রোমানিয়া ও ট্রান্সনিসট্রিয়ার সীমান্ত অবস্থিত।  

সূত্র: আল জাজিরা

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ