রাশিয়া থেকে পুনরায় পোল্যান্ডে গ্যাস সরবরাহ শুরু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১২, বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১৪ বৈশাখ ১৪২৮

রাশিয়া থেকে পুনরায় পোল্যান্ডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য থেকে এমনটাই জানা গেছে। এর আগে বুধবার সকালে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল রাশিয়া।

বুধবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার এক পর্যায়ে বেলারুশ থেকে পোল্যান্ডে যাওয়া ইয়ামাল-ইউরোপ পাইপলাইনে গ্যাসের প্রবাহ শূন্যে নেমে আসে। খবর বিবিসি অনলাইনের। 

এর আগে পোল্যান্ড সতর্ক করে বলেছিল, রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধে রাশিয়া শর্ত দিয়েছে। অন্যথায় দেশটি বুধবারের পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। পোল্যান্ড এই শর্ত মানতে অসম্মতি জানিয়েছে।

Share This Article