একটা সুখবর নিয়ে জয়শঙ্কর হয়তো বাংলাদেশে আসবেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তো একটা সুখবর নিয়ে আসবেন। তবে কী খবর নিয়ে আসবেন এখনো আমরা জানিনা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে বাংলাদেশের মিডিয়ায় সংবাদে এসেছে যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে পারেন।’
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলাও সোমবার (২৫ এপ্রিল) নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় একদিনের সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি নিয়ে ঢাকায় যাচ্ছেন তিনি।
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার শ্রিংলা সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন এবং এটি একদিনের সফর হবে।’