‘আমি খুশি যে আর বোলিং করতে হচ্ছে না’, আইপিএল প্রসঙ্গে স্টেইন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪২, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩০

বছর তিনেক আগে ব্যাট-প্যাড তুলে রেখেছেন ডেইল স্টেইন। ২০২১ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরপর নেমেছেন কোচিংয়ে। দায়িত্ব পালন করছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের।

আইপিএল ইতিহাসে ২৫০’র বেশি রান হয়েছে ৭ বার। যার মধ্যে ৫টিই এবারের আসরে। সর্বোচ্চটিসহ এ বছর আড়াইশো ছাড়ানো তিনটি ইনিংসই সানরাইজার্স হায়দরাবাদের। ব্যাটারদের এমন তাণ্ডবে পরই বোলারদের ভূমিকা নিয়ে কথা বললেন স্টেইন।

এক্সে এক স্ট্যাটাসে কৌতুক করে স্টেইন বলেন, ‘একটা কৌতুক করতে পারি এবং বলতে পারি ‘অবসর নিয়ে ফেলায় আমি আনন্দিত। আর বল করতে হচ্ছে না।’

আইপিএলের তাণ্ডব অনেক বোলারের কাছে দুঃস্বপ্ন হয়ে হানা দিতে পারে। কিন্তু অমন ব্যাটিং লাইনআপের বিপরীতে বল করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্টেইন। পোস্টে তিনি যোগ করেন, ‘কিন্তু...। বোলার হওয়া সব সময়ই ভালো। আপনি যদি নিজেকে সেরা বানাতে পারেন, তবে বোলিংয়ে ঈশ্বর হতে পারবেন। খুনিরা (বিধ্বংসী ব্যাটার) তাণ্ডব চালাবেই। তবুও আমি যে কোনো কিছুর চেয়ে বোলারই হতে চাই।’

Share This Article