৫১ কেজিতে মণ: চাষিরা পাচ্ছেন না লবণের ন্যায্যমূল্য! (ভিডিও)

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৩, সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১০ মাঘ ১৪২৮

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় উৎপাদিত লবণ বিক্রিতে বাধা দেয়া হচ্ছে। আর তাতে বিপাকে পড়েছেন দুই শতাধিক চাষি। ১ কোটি টাকার মূল্যমানের ৩৫ হাজার মণ অপরিশোধিত লবণ মাঠে পড়ে রয়েছে।  

 

রাজাখালি ইউনিয়নের প্রায় ২৪৭ একর জমি স্থানীয় সাত ব্যক্তিকে ২০২২ সালের জন্য ইজারা দেয় পেকুয়া উপজেলা অফিস।  

ইজারাদার হতে লাগিয়ত নিয়ে স্থানীয় একেক জন কৃষক একর প্রতি জমিতে এক-দেড়'শ মণ লবণ উৎপাদন করলেও বিক্রি করতে পারছেন না তাঁরা।

বাজার দরের চাইতে লবণের দাম কম দেয়াসহ ৪০ কেজির পরিবর্তে ৫১ কেজিতে মণ হিসেবে লবণ বিক্রিতে বাধ্য করা হচ্ছে চাষিদের।

স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তি চাষিদের প্রাণের ভয় দেখিয়ে ন্যায্যমূল্য না দিয়ে পানির দরে লবণ বিক্রিতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন লবণ চাষিরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article