১৩৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৬, শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮ চৈত্র ১৪৩০

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১৩৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, রাজধানীতে অধিদপ্তরের ৬টি টিম বিভিন্ন বাজারে অভিযান চালায়। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সব মিলিয়ে সারাদেশে ৫৭টি টিম অভিযান পরিচালনা করে।

এতে আরও বলা হয়, অভিযানে ১৩৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

বিষয়ঃ অভিযান

Share This Article