৮ মাসের মাঝে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়ারিতে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৯, সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১৯ ফাল্গুন ১৪৩০
  • জনশক্তি রপ্তানি, প্রণোদনা বৃদ্ধি ও ব্যাঙ্কিং জটিলতা কমেছে
  • রেমিট্যান্স প্রবাহ আগে বছরের একই সময়ের তুলনায় বেশি 
  • বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে


চলতি ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ এবং চলতি অর্থ বছরে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুনে এসেছিল প্রায় ২২০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে ফেব্রুয়ারিতে। গত বছরের জুলাইয়ের পর থেকে গত আট মাসে এক মাসে আসা এটাই সর্বোচ্চ রেমিট্যান্স। গত জুন মাসে রেমিট‌্যান্স এসেছিল ২২০ কোটি ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন জনশক্তি রপ্তানি, প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাঙ্কিং জটিলতা হ্রাস পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ আগে বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে।

Share This Article