হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে যা হয়

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৯, সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২৯ মাঘ ১৪৩০
  • বৈধ পথে টাকা পাঠালে তা কোষাগারে জমা হয়
  • নিত্যপণ্যের আমদানী সহজ হয় 
  • দাম কমানোও সম্ভব হয়
  • হুন্ডির চেয়ে বৈধ পথে টাকা পাঠানোই অধিক লাভ

কথায় আছে লাভের গুড় পোকায় খায়। ডলার বা বৈদেশিক মুদ্রার প্রকৃত বিনিময় হারের চেয়ে প্রণোদনা হিসেবে বাড়তি অর্থ প্রাপ্তির পরও যদি লোভে পড়ে বেশি লাভের আশায় হুন্ডির মাধ্যমে  টাকা পাঠানো হয়, তবে দেশ বঞ্চিত হয় ডলার বা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে।

আর ডলার সংকটে আমদানী ব্যহত হলে সরবরাহে ঘাটতির কারণে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। ফলে হুন্ডির মাধ্যমে সামান্য লাভ হলেও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তার চেয়ে বেশি দিয়ে আসতে হয় বাজারেই।

অন্যদিকে বৈধ পথে টাকা পাঠালে তা সরকাররের কোষাগারে জমা হয়। নিত্যপণ্যের আমদানী সহজ হয় এবং দাম কমানোও সম্ভব হয়। তাই হুন্ডির চেয়ে বৈধ চ্যানেলে টাকা পাঠানোই অধিক লাভজনক।

Share This Article