অর্থখাতে সংস্কার শুরু: ঋণ খেলাপীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৩, শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৬ মাঘ ১৪৩০

অর্থখাতে সংস্কার শুরু করেছে নতুন সরকার। এরই অংশ হিসেবে ঋণ খেলাপীদের প্রতি কঠোর হতে দেখা গেছে সম্প্রতি ঘোষিত মুদ্রানীতির বিবৃতিতে। এমন পদক্ষেপকে দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এতে ঋণ খেলাপিদের বিদেশ ভ্রমণে 'নিষেধাজ্ঞা আইন' করতে সরকারের কাছে চিঠি দিতে বলা হয়েছে। ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণ বন্ধ করলে খেলাপি হওয়ার প্রবণতা কমবে। কেননা খেলাপিরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন।

এছাড়া ঋণখেলাপি মুক্ত হওয়ার পর কমপক্ষে ৫ বছর পর্যন্ত কোনো আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালক বা উদ্যোক্তাদের ঋণখেলাপি হওয়ার প্রবণতা কমবে।

Share This Article