দেশের ৫২ বছরের ইতিহাসে কোনো ব্যাংক বন্ধ হয়নি, হবেও না:গভর্নর

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০০, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৫ মাঘ ১৪৩০

ব্যাংকিং খাত নিয়ে অনাস্থা তৈরি হওয়ার মতো কোনো কারণ নেই। যেসব ব্যাংক দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে সেগুলো আর দুর্বলতার দিকে যায়নি। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ৫২ বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না। ১৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে সাংবাদিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন গভর্নর ।

আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকিং খাত নিয়ে অনাস্থা তৈরি হওয়ার মতো কোনো কারণ নেই। যেসব ব্যাংক দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে সেগুলো আর দুর্বলতার দিকে যায়নি। আর্থিক খাতের সুশাসনের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছি। কাজের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This Article