ক্ষমতারোহনের শুরুতেই অর্থনিতিতে সুসংবাদ পেল সরকার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০

বেশি প্রণোদনা পাওয়ায় বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে অধিক রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে বছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে,যা সরকারের জন্য সস্তিদায়ক।

বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে। জানুয়ারি’র প্রথম ১২ দিনে ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্র্রবাসীরা। টানা চতুর্থবার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের কারণে  অর্থনীতিতে স্থিতিশিলতা থাকায় বছরের শুরুতেই সুসংবাদ এসেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, এই ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৮ লাখ, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৩ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বেশি প্রণোদনা পাওয়ায় বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে অধিক রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে বছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে,যা সরকারের জন্য সস্তিদায়ক।

Share This Article