দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে পাঠানো হবে ৮ লাখ কর্মী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯

প্রবাসী ও প্রবাস ফেরত কর্মীদের কল্যাণে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর আট লাখের বেশি কর্মীকে বিদেশে পাঠিয়ে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, অভিবাসনে পিছিয়ে পড়া দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সারাদেশের সব উপজেলায় পর্যায়ক্রমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণকাজ আরম্ভ করা হবে। এছাড়া, ২০২২-২০২৩ অর্থবছরে আট লাখ ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আর পাঁচ লাখ ২০ হাজার কর্মীকে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।

৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপনকালে বিষয়টি প্রস্তাবে তুলে ধরেন অর্থমন্ত্রী।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article