দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চায় জাপান!
প্রকাশিতঃ দুপুর ০১:৪২, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২৩ আষাঢ়

ফাইল ফটো
বাংলাদেশে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ২২ জুন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকো সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমরা সহযোগিতা প্রস্তাবের সুযোগ নেব। দ্বিতীয় পদ্মা সেতুও হবে একটি বাস্তবতা। আমি নিশ্চিত যে, এ প্রকল্পটি ফলপ্রসূ ও সফল হবে।
রাষ্ট্রদূত বলেন, এই পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি চমৎকার মাইলফলক। এটি বাংলাদেশের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মাণ শেষ হয়েছে। বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধি ও আকাঙ্ক্ষা পূরণ করবে সেতুটি।
ইতো নাওকো আরো বলেন, সেতু প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষায় অংশ হতে পেরে জাপান সন্তুষ্ট। আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে, জাইকা পদ্মা সেতুতে অর্থায়নের অংশ হতে পারেনি, যদিও এতে জাপান সরকারের আগ্রহ ছিল।