দেশের নার্সরা পাচ্ছেন দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা!
প্রকাশিতঃ দুপুর ০১:৩৪, বুধবার, ২২ জুন, ২০২২, ২৩ আষাঢ়

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সুস্থ ও নিরোগ জাতি গঠনের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত নার্স গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
দেশের মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে গত ১৪ বছরে ৪০ হাজার নার্স নিয়োগ দিয়েছে সরকার। আরো প্রায় ৫ হাজার নিয়োগের অপেক্ষায়।
২০১১ সালে সিনিয়র স্টাফ নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয় সরকার। এই পেশাকে আন্তজার্তিক মান দিতে ২০১৬ সালে মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর করা হয়।
নার্সদের পেশাগত ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করায় দেশের নার্সিং সেক্টরে বিস্ময়কর সফল্য অর্জিত হয়েছে।
বিষয়ঃ