এবার ‘কাঁচা বাদাম ওয়ালার হাতে আইফোন ১৩

‘বাদাম, বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে নাই গো বুবু ভাজা বাদাম’ এই গানের ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরকে দিল্লির এক ব্যক্তি আইফোন ১৩ উপহার দিয়েছেন। এমন করে দিন দিন জীবন বদলে যাচ্ছে ভুবনের।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামে পুরোনো একটি বাড়িতে বাস করতেন ভুবন বাদ্যকর। এক সময় তিনি ভাঙা মোবাইল, সিটি গোল্ডের অলংকারের বিনিময়ে বাদাম বিক্রি করতেন।
তার গান ভাইরাল হওয়ার পর গায়ক হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর তিনি তার পুরোনো বাড়ির পাশে নতুন বাড়িও করেছেন।
একটি গাড়িও কিনেছিলেন তিনি। তবে গাড়ি চালাতে গিয়ে এক দুর্ঘটনার পর গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এখন তিনি একটি আইফোনেরও মালিক।
ভুবন বলেন, ‘ভালোবাসা দিয়েই আমি একটি আইফোন উপহার পেয়েছি। এটা আমি ভাবতে পারিনি। তবে খুব খুশি হয়েছি। দিল্লির এক ব্যক্তির আমার গান শুনে ভালো লেগেছে এবং তিনি এই আইফোন আমাকে উপহার দিয়েছেন।’
সম্প্রতি তার আরও একটি গান বের হয়েছে। তার নতুন গান, ‘বাদাম বেচে খাই, সেলিব্রেটি ভাই, বাদামের তুলনা দুনিয়াতে নাই।’