রাজধানীতে যানবাহন নিয়ন্ত্রণে লাগবে না ট্রাফিক পুলিশ!
প্রকাশিতঃ রাত ০৮:০২, শনিবার, ১৮ জুন, ২০২২, ২৩ আষাঢ়

ফাইল ফটো
দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগলেও আজও যানবাহন নিয়ন্ত্রিত হয় পুলিশের হাতের ইশারায়। তাই এবার রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যেখানে যানবাহন নিয়ন্ত্রণে ইন্টারসেকশনে লাগবে না পুলিশ।
সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ সিটির অধীনে ৫৩টি ইন্টারসেকশনে বসতে যাচ্ছে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গাড়ি চলা ও থামার নির্দেশনা দেবে। আর এগুলো মনিটরিং করা হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে, যা স্থাপিত হবে দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে।
এছাড়া রাস্তা, ফুটপাত, ইন্টারসেকশন প্রশস্ত করা হবে। রাস্তা দিয়ে পথচারী পারাপারের জেব্রা ক্রসিং মার্কিং করা হবে। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি লাগানোর প্রকল্পটি চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়ঃ
উন্নয়ন