লাল কার্ডের পর এবার ব্যঙ্গচিত্র প্রদর্শন করলেন শিক্ষার্থীরা
প্রকাশিতঃ দুপুর ০১:৩০, রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১১ আষাঢ়

নিউজ ডেস্কঃ রোববার রাজধানীর রামপুরা এলাকায় আশপাশের প্রতিষ্ঠানের পোশাক পরিহিত শিক্ষার্থীরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। গত মঙ্গলবার থেকেই নিয়মিত রামপুরা ব্রিজে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থী।
পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টায় মিছিল নিয়ে ব্রিজে আসেন তারা। প্রদর্শন করেন ব্যঙ্গচিত্র। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন। বাস মালিক, প্রশাসন, চালকসহ সড়ক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ ‘দুর্নীতিপরায়ন’ হয়ে উঠেছে। এর ফলে রাস্তায় ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি দেখা যায়। তারা অপেশাদার চালক নিয়োগ দেন।
বিষয়ঃ
ধর্মঘট