হজের সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার
প্রকাশিতঃ বিকাল ০৩:৪৩, বুধবার, ১১ মে, ২০২২, ১১ আষাঢ়

ফাইল ফটো
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুকদের সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ গুণতে হবে। আর সর্বোচ্চ খরচ ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ নির্ধারিত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন। এ জন্য মানতে হবে দুটি শর্ত। সেগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়ার সনদ থাকতে হবে। এছাড়া সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদও বাধ্যতামূলক করা হয়েছে।
১১ মে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বিষয়ঃ
ইসলাম ধর্ম