১০ মাসেই রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ!

একের পর এক চমক দেখাচ্ছে দেশের রপ্তানি খাত। চলতি ২০২১-২২ অর্থবছরে গত ১০ মাসেই পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
এ সময় দেশের রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি ডলার, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৫৯৬ কোটি ডলার।
এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২০.৫২ শতাংশ বেশি, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত চলতি অর্থবছরের গত ১০ মাসের রপ্তানি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ইপিবি তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই-এপ্রিল সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৫.৩৬ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে এই খাত থেকে আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ।
একই সময়ে হোম টেক্সটাইল রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ, হিমায়িত মৎস্য রপ্তানি করে প্রবৃদ্ধি হয়েছে ১৭.৪৫ শতাংশ, কৃষি পণ্যে ২৬.২৯ শতাংশ, ম্যানুফ্যাকচার পণ্যে ৩৫.৬১ শতাংশ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল পণ্যে ৪৫ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এ ছাড়া চামড়াজাত পণ্যে ৩৩ শতাংশ, কুটির শিল্পে ৩০.২৪ শতাংশ, সিরামিক পণ্যে ৩৯.৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
মূলত তৈরি পোশাক রপ্তানির উপর ভর করেই রপ্তানি আয়ে এই উল্লম্ফন ধরে রেখেছে বাংলাদেশ। অর্থবছরের বাকি দুই মাসেও (মে ও জুন) এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন পোশাক রপ্তানিকরকরা।
এটি অব্যাহত থাকলে অর্থবছর শেষে এবার রপ্তানি আয় ৫২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে রপ্তানি বাণিজ্যে ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ।