প্রায় ১ কোটি মানুষ বাড়ি গেছে মোটরসাইকেলে, যাত্রী পায়নি বাস

এবারের ঈদ যাত্রার বদলে যাওয়া চিত্রে বড় ভূমিকা রেখেছে মোটরসাইকেল। হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে ২৫ লাখ মোটরসাইকেল চলেছে। এর মাধ্যমে সারা দেশে প্রায় কোটি মানুষ যাতায়াত করেছে। এর মধ্যে ১২ লাখ মোটরসাইকেল ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গেছে।
প্রথাগত গণপরিবহন বাস এবার তাদের কাঙ্ক্ষিত যাত্রী পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী না থাকায় ঈদের আগের দুই দিন টার্মিনালেই বসে ছিল অনেক বাস। কিছু বাস চলেছে কম যাত্রী নিয়ে। এ পরিস্থিতির জন্য বাস মালকরা মোটরসাইকেলের বিপুল ব্যবহারকেই কারণ বলে মানছেন। ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪০ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য ছিল বাস মালিকদের।
বিশেষজ্ঞরা মনে করছেন, এবার মোটরসাইকেল ঈদ যাত্রায় স্বস্তি আনতে ভূমিকা রাখলেও দূরপাল্লার জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ বাহন। এটা গণপরিবহনের বিকল্প হতে পারে না। গত করোনার দুই বছর ঈদের সময় দূরের যাত্রায় মোটরসাইকেলের ব্যবহার নজরে আসে। এবারের ঈদে তা ব্যাপকভাবে বেড়ে যায়। ঈদ যাত্রার চেনা চিত্রই বদলে দেয় মোটরসাইকেল।