ইউরোপের রাস্তায় যুক্ত হলো আরও তিনটি পণ্যবাহী জাহাজ !

আগে একটিমাত্র জাহাজ হওয়ায় বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ইউরোপে পণ্য পৌঁছাতে সময় লাগতো ৪০ দিন। নতুন তিনটি জাহাজ চলাচল শুরু হলে পণ্য পৌঁছাতে সময় কমবে ২০ দিন। এতে পণ্য পরিবহন ব্যয় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে আসবে বলে প্রত্যাশা শিপিং খাত সংশ্লিষ্টদের।
বাংলাদেশ থেকে ইউরোপের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছিল চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। ২০ ফুট দৈর্ঘ্যের ‘সোঙ্গা চিতা’ নামের সেই কন্টেইনার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলো।
এবার এর সাথে যুক্ত হয়েছে আরো ৩টি কন্টেইনার জাহাজ, যেগুলো সরাসরি পণ্য নিয়ে ইউরোপে যাবে। আগামী ২০ মে থেকে তিনটি জাহাজের আনুষ্ঠানিক চলাচল শুরু হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রপ্তানি পণ্য নিয়ে বন্দর থেকে ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রতি ১৫ দিন পরপর ছেড়ে যাবে এমভি স্পিকা, এমভি এন্ড্রোমেডা জে এবং এমভি মিউজিক নামের তিনটি জাহাজ।
প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা প্রায় ৮৫০ টিইইউএস। জাহাজগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি নেদারল্যান্ডসের রটারড্যাম পোর্ট, স্পেনের বার্সালোনা পোর্ট, সিঙ্গাপুর, কলম্বো, তানজুম পালাপাস, কেলাস ও চীনের কিছু ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে চলাচল করবে।
আগে একটিমাত্র জাহাজ হওয়ায় বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ইউরোপে পণ্য পৌঁছাতে সময় লাগতো ৪০ দিন। নতুন তিনটি জাহাজ চলাচল শুরু হলে পণ্য পৌঁছাতে সময় কমবে ২০ দিন। এতে পণ্য পরিবহন ব্যয় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে আসবে বলে প্রত্যাশা শিপিং খাত সংশ্লিষ্টদের।