বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে খুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মোঃ আলম মিয়া (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা ।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মোঃ আলম মিয়া (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা । শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে আনুমানিক ৪ টা ১১ মিনিটে তাঁর মৃত্যু হয়। নিহত আলম মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটির জগতচর গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। সে পাশ্ববর্তী কটিয়াদী উপজেলা ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ।
নিজের সামনে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত আলম মিয়ার (২৩) লাশ বাড়িতে পৌঁছালে ওই দৃশ্যের অবতারণা হয়। ৯ ডিসেম্বর উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের সিদ্দুর মোড় এলাকায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ভাটি জগৎচর গ্রামের কলেজছাত্র আলম মিয়া, তার ছোট বোন চুমকি তাদের মা-বাবাকে নিয়ে মাহফিলে যোগ দেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার পাঁচ/ছয়জন বখাটে আলমের ছোট বোন নবম শ্রেণির ছাত্রী চুমকিকে উত্ত্যক্ত করা শুরু করলে আলম এর প্রতিবাদ করে।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে বখাটেরা। এ সময় আলম মিয়ার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে আলম গুরুতর আহত হলে বকাটেরা পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয়রা আলমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক সিটিস্ক্যান শেষে অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তম‚লক বিচারের দাবীতে সকালে আগরপুর-লক্ষীপুর সড়কে এক মানববন্ধন কর্মস‚চি পালন করেছে স্থানীয়রা।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সুজন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।আসামীদের গ্রেফতারের সাড়াশি অভিযান চলছে যেকোনো মূল্যে তাদের গ্রেফতার করা হবে।