‘খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপি এত দিন পর আন্দোলনের একটা ইস্যু পেয়েছে’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৪, বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল, যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু চিকিৎসা হচ্ছে খালেদা জিয়ার। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল, যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু চিকিৎসা হচ্ছে খালেদা জিয়ার। 

বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার (খালেদা জিয়া) ছেলে তারেকের বউ ডাক্তার। শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে। কই ছেলে, ছেলের বউ তো কোনো দিন দেখতে আসলো না। অবশ্য কোকোর বউ এসেছে। তারা তো আসে নাই। যাই হোক তবু বিএনপি এত দিন পর একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে। খুব ভালো তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু আমি করেছি।

এ সময় আওয়ামী লীগ সভাপতি অতীত ঘটনা তুলে ধরে বলেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায়- আমাদের সাজেদা চৌধুরীর অপারেশন হয়েছিল। ঘা শুকায়নি। সেই ব্যান্ডেজ অবস্থায় তাকে গ্রেফতার করে জিয়াউর রহমান জেলে ভরেছিল। ঠিক একই অবস্থা মতিয়া চৌধুরীর, তাকেও তখন জেলে দিয়েছিল। তারও তখন টিবি হয়েছিল, অসুস্থ ছিল। তাকেও জেলে দিয়েছিল। এ রকম বহু অন্যায়-অবিচারের কথা আছে।

 

Share This Article


মেয়র আতিকুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: জ্বালানি প্রতিমন্ত্রী

৬ বিভাগে ঝড়ের পূর্বাভাস

‘বিএনপিকে চিঠি দেয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই’

নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব

গত ২৪ ঘণ্টায় দেশে সাতজনের করোনা শনাক্ত

ঈদযাত্রায় কোন দিনের ট্রেনের টিকিট কবে পাওয়া যাবে

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়লো

আগামীকাল আটদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৩০ মার্চ

২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ডলার

নিজ হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী