মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক-হাউটজার গান উপহার পাঠালো ভারত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৭, মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮
মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক
মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক

যশোর প্রতিনিধি: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি. মি. মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে। 

৭ ডিসেম্বর ( মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল শ্রী বিথিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আশরাফের কাছে এটি হস্তান্তর করেন।

 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বন্দর ও উপজেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়ের মাসে বাংলাদেশের প্রতি সম্মাননা জানাতে তাদের এটি ভ্রাতৃপ্রতীম উপহার বলে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে।

টি-৫৫ ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। টি-৫৫ ট্যাংক ও একটি মাউন্টেন হাউটজার গান উপহার দেওয়ার বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।

ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গানটি পেট্রাপোল স্থলবন্দর থেকে ক্রেণের মাধ্যমে সেনাবাহিনীর দুটি গাড়িতে লোড করে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সেনা সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেয় ভারত।

বিষয়ঃ ভারত

Share This Article


মেয়র আতিকুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: জ্বালানি প্রতিমন্ত্রী

৬ বিভাগে ঝড়ের পূর্বাভাস

‘বিএনপিকে চিঠি দেয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই’

নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব

গত ২৪ ঘণ্টায় দেশে সাতজনের করোনা শনাক্ত

ঈদযাত্রায় কোন দিনের ট্রেনের টিকিট কবে পাওয়া যাবে

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়লো

আগামীকাল আটদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৩০ মার্চ

২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ডলার

নিজ হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী