জনসমক্ষে ক্ষমা চাইতে হবে তথ্য মুরাদ হাসানকে: বিএনপি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৯, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

নিউজ ডেস্কঃ সোমবার গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বপালনকারী ব্যক্তির এ ধরনের ঘৃণ্য ও কুরুচিপূর্ণ আচরণের প্রতিকার দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে তথ্য-প্রতিমন্ত্রী ডা. মুরাদকে হীন রাজনৈতিক দূরভিসন্ধিমূলক নারী ও বর্ণবিদ্বেষী বিকৃত মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে যথাসময়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে শীর্ষস্থানীয় বিএনপি’র এক নেতার কন্যাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিতে দেখা যায় মুরাদ হাসানকে।

Share This Article