রাজস্থানে এক পরিবারের ৯ জন ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে একই পরিবারের ৯ সদস্যের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। এ নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
আক্রান্ত ওই নয় জনের মধ্যে দুটি শিশু রয়েছে। রাজস্থানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু দুটির বয়স যথাক্রমে ৭ ও ১২। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছেন জয়পুরের এক পরিবারের ৪ সদস্য। ওই পরিবারের সদস্যদের রাজস্থান ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এ ভর্তি করা হয়েছে।
রাজস্থানের স্বাস্থ্যসচিব বৈভব গালরিয়া জানিয়েছেন, ওই পরিবারের কয়েকজন সদস্যের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ার পর তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়। এরপরই জানা যায়, তাঁরা ওমিক্রনে আক্রান্ত। এরপর তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা গেছে। তাঁদেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
ভারতের স্বাস্থ্য দপ্তর জানায়, ভারতেরর বহু মানুষ এখন মাস্ক পরা ছেড়ে দিয়েছেন। এমনটা চলতে থাকলে বড় বিপদ আসতে পারে। কারণ ভারতের এরই মধ্যে কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মুম্বাই ও দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।