বৃষ্টি কমলেই বাড়বে শীত
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:১৬, রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮

রাজধানীতে দিনভর ছিলো বৃষ্টি
সাধারণ ঘূর্ণিঝড় জাওয়াদ এখন দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে । অঅরো দু দিন এমন আবহাওয়া থাকবে। তবে ঝড়-বৃষ্টি চলে গেলেই জেঁকে বসবে শীত। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদদের মতে, সাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে বায়ুমন্ডলের উপরে গভীর প্রভাব পড়ে। তাতে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। নিম্নচাপ বিদায় নেওয়ার পরেও পুরনো ছন্দ ফিরে পেতে কয়েক দিন সময় লাগে। সেই সময়টা পেরিয়ে গেলেই নামবে শীত।
চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আর বৃষ্টি কমলেই জেঁকে বসবে শীত।