বছরে শতকোটি ডোজ করোনার টিকা উৎপাদন করবে বাংলাদেশ! (ভিডিওসহ)

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৮, বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ১২ মাঘ ১৪২৮
ফাইল ফটো

মোহাম্মাদ এনামুল হক এনা: আমেরিকার ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনালের ফর্মুলা ও প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ।

 

জানা যায়, চলতি বছরের মাঝামাঝি সময়ে টিকা উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। বছরে শতকোটি ডোজ টিকার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ইতোমধ্যে আমেরিকার ডায়াডিক ও বাংলাদেশি এসেনশিয়াল ড্রাগস টিকা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, সংরক্ষণ ও ব্যবহার পর্যায়ে মান নিয়ন্ত্রণে সম্মত হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ)ও স্বাক্ষরিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডায়াডিক উদ্ভাবিত ফর্মূলায় কম খরচে ও দ্রুত সময়ে করোনার টিকা উৎপাদন করা হবে। টিকার প্ল্যান্ট স্থাপনে গোপালগঞ্জে সাড়ে সাত একর জমিও অধিগ্রহণ করা হয়েছে।

Share This Article