কোকোর মতো সকল অর্থ পাচারকারীদের অর্থ ফেরত আনবে সরকার!

বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেও এসব অসৎ কর্মকর্তাদের কারণে প্রধানমন্ত্রীকেই নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গত জানুয়ারিতে জাতীয় সংসদে বিদেশে বাড়ি-গাড়ি আছে এমন আমলাদের তালিকা সংসদে প্রকাশের দাবি করেছিলেন বিরোধী দল।
দেশের টাকা পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন এমন ২৫২ জন আমলা, পুলিশসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের একটি তালিকা সরকারের শীর্ষ মহলের হাতে এসেছে। যুক্তরাষ্ট্রে কারা বাড়ি কিনেছেন? কাদের ব্যাংকে টাকা আছে সেসব নিয়ে কয়েকমাস ধরে তদন্ত করছিল দেশের একটি গোয়েন্দা সংস্থা।
সেই তালিকায় বর্তমান সরকার ও বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিএনপি সরকারের অনেক কর্মকর্তা ও আমলাদের নাম রয়েছে।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এই ২৫২ জনের মধ্যে অন্তত ৩০-৩৫ জন পুলিশের ওসি রয়েছেন, যাদের অনেকের একাধিক বাড়িও আছে মাকিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে।
বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেও এসব অসৎ কর্মকর্তাদের কারণে প্রধানমন্ত্রীকেই নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গত জানুয়ারিতে জাতীয় সংসদে বিদেশে বাড়ি-গাড়ি আছে এমন আমলাদের তালিকা সংসদে প্রকাশের দাবি করেছিলেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।
সংসদে তিনি বলেছিলেন, আমলাদের বিদেশে প্রচুর সম্পদ আছে। আমলাদের মধ্যে কাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে তাদের তালিকা সংসদে প্রকাশ করা উচিৎ। তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনা উচিৎ। বিরোধীদের এমন দাবির প্রেক্ষিতে পাচারকৃত অর্থ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার।
উল্লেখ্য, এই তালিকার একটি বড় অংশ বিএনপি সরকারের আমল থেকেই বিদেশে অর্থ পাচার করে আসছিলো। কিন্তু তৎকালীন সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
তবে আওয়ামী লীগ সরকার এরই অংশ হিসেবে কয়েক বছর আগে খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আনে । একই প্রক্রিয়ায় আরো ২৫২ ব্যক্তির পাচারকৃত অর্থও ফেরত আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা