কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:২৭, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২৮ ভাদ্র ১৪৩০

হবিগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে ৫০ জন কৃষককে জনপ্রতি ১৫ কেজি করে সার, ৫ কেজি করে বীজ তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি স্কুল এবং ৫টি মাদরাসায় ক্রীড়া সামগ্রী ও ৩০ জনের মধ্যে মাসকলাই ও সার বিতরণ করা হয়।
বিষয়ঃ
বাংলাদেশ