মশা মারা যাদের কাজ তারা ঠিকমত দায়িত্ব পালন করছে না: স্বাস্থ্যমন্ত্রী

- মশা মারা যাদের কাজ তারা ঠিক মত দায়িত্ব পালন না করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই। সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনসহ সব ওষুধ পর্যাপ্ত আছে।
- রোগী বাড়াবো আবার বলা হবে চিকিৎসা সেবা দিতে পারছেন না, এটা ঠিক না। যে কাজটি আমাদের সেটা আমরা করছি। আর যে কাজটি অন্যদের তারা যেন সেই কাজটি ভালো করে।
নিয়ন্ত্রণহীন ডেঙ্গু শহর ছাড়িয়ে ছড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে সারাদেশে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। আক্রান্ত ও মৃত্যু বাড়লেও নিরব কর্তৃপক্ষ। দ্রুত পদক্ষেপ নিতে বারবার তাগাদা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা মারা যাদের কাজ তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা মারা যাদের কাজ তারা ঠিক মত দায়িত্ব পালন না করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই। সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনসহ সব ওষুধ পর্যাপ্ত আছে।
তিনি আরও বলেন, রোগী বাড়াবো আবার বলা হবে চিকিৎসা সেবা দিতে পারছেন না, এটা ঠিক না। যে কাজটি আমাদের সেটা আমরা করছি। আর যে কাজটি অন্যদের তারা যেন সেই কাজটি ভালো করে।
সারাদেশের ডেঙ্গু আক্রান্তের চিত্র প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে। শহরগুলো ছাড়িয়ে ছড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রতিদিনই গ্রাম থেকে ডেঙ্গু রোগীরা ভিড় জমাচ্ছেন রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১০ জেলার রোগীদের হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি। গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর সময়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদফতর গত রোববার সাপ্তাহিক ডেঙ্গু হেলথ বুলেটিন প্রকাশ করে। বুলেটিনে ডেঙ্গু আক্রান্ত জেলাগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, পিরোজপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর শীর্ষে রয়েছে। এতে আরও উঠে এসেছে, ঢাকার মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ এলাকা হলো যাত্রাবাড়ী, সবুজবাগ, কদমতলী, মোহাম্মদপুর, খিলগাঁও, কেরানীগঞ্জ, ক্যান্টনমেন্ট, উত্তরা, ধানমন্ডি ও পল্লবী।
তবে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বাড়লেও নিরব কর্তৃপক্ষ। জেলা থেকে উপজেলাপর্যায়ে দ্রুত পদক্ষেপ নিতে বারবার তাগাদা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মশাকে কিভাবে ঠেকানো যাবে এমন প্রশ্ন রেখে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রিদওয়ান উর রহমান বলেন, আপনি সারাক্ষণ মশারির মধ্যে বসে থাকবেন না? আপনি বাইরে যাচ্ছেন মশা কামড়িয়ে দিল এটা তো বোঝা সম্ভব নয়। এ জন্য সামগ্রিকভাবে মশার উৎপাদন ক্ষেত্র বন্ধ করতে হবে। জনগণের সচেতনা যেটা, সেটা দিয়ে পুরোটা ঠিক হবে না।
চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে সারাদেশে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। আর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭৪১ জন। শুধু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপর ভর করে এমন তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। তবে বাস্তব চিত্র এর চেয়েও ভয়াবহ জানিয়েছেন সংশ্লিষ্টরা।