তিন দিনে দেশে এলো ৮ হাজার ৩০০ টন পিয়াজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৭, বুধবার, ৭ জুন, ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০

দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে তিন দিনে ৮ হাজার ৩০০ টন পিয়াজ আমদানি হয়েছে। বুধবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

 

মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, গত সোমবার ৪ লাখ ৭৩ হাজার টন পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ৮ হাজার ৩০০ টন পিয়াজ।  
দেশের বাজারে অস্বাভাবিকভাবে পিয়াজের দাম বেড়ে যাওয়া ঠেকাতে আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়।

বর্তমানে বাজারে ৫ কেজি পাবনার পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকা থেকে ৪০০ টাকা দরে। কেজিতে যা পড়ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা। ফরিদপুরের ৫ কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩১০ টাকা থেকে ৩৪০ টাকায়। কেজিতে যা পড়ছে ৬২ থেকে ৬৮ টাকা। রাজশাহীর ৫ কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকায়, যা কেজিতে পড়ছে ৭৫ টাকা। আমদানি করা ভারতীয় পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩২৫ টাকায়, যা কেজিতে পড়েছে ৬৫ টাকা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article