সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫) ও বাদশা মিয়া (৩০)।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক ও সিলেট থেকে আসা শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১২ জন নিহত হন ও অপর একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সাতটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানী নগরের উদ্দেশ্যে যাওয়ার পথে নাজিরবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীতগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপটি রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। নিহতদের সবাই পুরুষ।