আব্দুল খালেকের উদ্যোগে খুলনায় নেই লোডশেডিং!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৫, মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অস্থিতিশীল জ্বালানি তেল, কয়লা ও গ্যাসের বাজার। এই সংকট থেকে বাদ যায়নি বাংলাদেশও। গ্রীষ্মের প্রবল দাবদাহে পুড়ছে দেশ। কয়েকগুন বেড়েছে বিদ্যুতের চাহিদা। ফলে লোডশেডিংয়ের কবলে সাধারণ মানুষ। তবে ব্যতিক্রম দেশের দক্ষিণ-পশ্চিমের জনপদ খুলনা নগরী। নৌকার মেয়র প্রার্থী আব্দুল খালেকের উদ্যোগে এখানে টানা তিনদিন কোনো লোডশেডিং না হওয়াতে জনমনে বইছে স্বস্তির বার্তা।

জানা গেছে, প্রচণ্ড গরমে প্রতিদিন ৫ ঘণ্টারও বেশি লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল খুলনার মানুষ। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এর প্রভাব পড়ার আশংঙ্কা দেখা দেয়। আব্দুল খালেকের উদ্যোগে গত তিন দিন লোডশেডিংমুক্ত রয়েছে খুলনা নগরী। তাৎক্ষণিক তার এমন উদ্যোগ আকৃষ্ট করেছে নগরবাসীকে, ফলে ভোটের মাঠেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

গত ৫ জুন, সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর কাশেমনগর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‌‌‘খুলনায় কয়েকদিন আগে বেশি পরিমাণে লোডশেডিং হচ্ছিল। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমি ফোন করেও পাইনি। তারপর আমার স্ত্রী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহারকে বলি সংসদে গিয়ে তার সঙ্গে বিষয়টি আলাপ করো,যাতে বিকল্প কোনো ব্যবস্থা নিতে পারি।আমি সাধ্যমত চেষ্টা করেছি।সমস্যার আশু সমাধান হয়েছে।এরপর থেকেই শহরে লোডশেডিং নেই।'

উল্লেখ্য, আগামী ১২ জুন খুলনাতে অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন। এখানে নৌকা প্রতিকে নির্বাচন করছেন তালুকদার আব্দুল খালেক।

Share This Article


গ্রামীণ ফোনের ইনকামিং কল চার্জ বন্ধ করলেও বিদেশী বন্ধুদের দ্বারা সরকারকে থ্রেট দিয়েছিলেন ইউনুস!

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

পাহাড়ে ‘কেএনএফ’ সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

বিশ্ব খাদ্য নিরাপত্তায় শঙ্কা: বাংলাদেশের অবস্থান কোথায়

প্রধানমন্ত্রীর মুখে গ্রামীন ফোন নিয়ে ধোঁকাবাজির গল্প!

কেমন আছে ইউনুসবিহীন গ্রামীন ব্যাংক?

ইউনূসের ক্ষুদ্র ঋণের ‘সাপ্তাহিক কিস্তি’ চক্র যখন ফাঁদ

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

গ্রেফতার হবার আগেই যেভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু

ইউনূসের বিরুদ্ধে যত মামলা: কারা, কবে,কেন করেছে

ইউনূসের সমঝোতার প্রস্তাবে কেন সাড়া দেয়নি সরকার

জ্বালানীর চাপ কমাতে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা!