মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন মোদি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৫, শনিবার, ৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
  • যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার বিরল সুযোগ পেয়ে থাকেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ মাসের ২২ তারিখ বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী এই মাসের শেষের দিকে ওয়াশিংটন ডিসি সফর করবেন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার বিরল সুযোগ পেয়ে থাকেন। কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে আমেরিকান কংগ্রেসে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো সে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান বলে বিবেচিত হয়।

শুক্রবার (২ জুন) সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান নেতারা মোদির কাছে দেওয়া একটি চিঠিতে এই আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলেছেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্ব উদযাপন করা হবে।

চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের ভাগ করা মূল্যবোধ এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকারের ভিত্তিতে, আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আপনার ভাষণে ভারতের ভবিষ্যতের জন্য আপনার দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের দুই দেশ যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলার সুযোগ পাবেন।'

এর আগে ২০১৬ সালে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এখন দ্বিতীয়বার তিনি এই সুযোগ পেতে যাচ্ছেন।

বিষয়ঃ ভারত

Share This Article


হাসপাতালে সৌদি বাদশাহ

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০