যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৫৩, শনিবার, ৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ও বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই তুহিন মিয়া বলেন, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় একটি বেপরোয়া বাস পথচারী মিরাজ মিয়াকে পেছন থেকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। মিরাজ একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি চাঁদপুরের লোকমান মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ২টায় যাত্রাবাড়ীর মাতুয়াইলের হাসেম সড়কে যাত্রীবাহী একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই যাত্রী সেলিম ও সাদ্দাম রাস্তায় পড়ে যান। তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সেলিম নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার পরিচিত এক বাসচালক মো. সজীব। তিনি বলেন, সেলিম পেশায় বাসচালক আর সাদ্দাম তার সহকারী হিসেবে কাজ করেন। রাতে বাস বন্ধ করে তারা যাত্রাবাড়ী থেকে শনিরআখড়ার বাসায় ফিরছিলেন। সেলিমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আম্মানকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

ডেমরায় ২ এসএসসি পরীক্ষার্থীকে মারধর-হত্যার হুমকি কিশোর গ্যাংয়ের

জবি ছাত্রীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন, শিক্ষক বরখাস্ত ছাত্রকে বহিষ্কার

আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে যা লেখেন জবি ছাত্রী অবন্তিকা

রমজানেও খলিলের দোকানে মিলছে ৫৯৫ টাকায় গরুর মাংস

রমজানে সুলভমূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ বিপণন কার্যক্রমের উদ্বোধন

রমজানের শেষ ১৫ দিন বাড়বে মেট্রোরেলের সময়

কুমিল্লার প্রথম নগরমাতা তাহসিন বাহার সূচনা

রাজধানী থেকে ১০ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

গুলশানে অভিযান: কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

বিএসএমএমউর উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ

ভেঙে ফেলা হচ্ছে টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ