ভারতে ট্রেন দুর্ঘটনা: বিপাকে পড়েছেন বাংলাদেশি জ্যোৎস্না

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪০, শনিবার, ৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

ভারতের উড়িষ্যার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ২৮৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৯০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। কিন্তু পথে এমন দুর্ঘটনায় কলকাতা থেকে বিভিন্ন রুটে চলা বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যার ফলে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এসব যাত্রীর মধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা জ্যোৎস্না বেগমও তাদের একজন। কিডনির সমস্যায় ভুগছেন তিনি। তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসা করাতে ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা গেছেন। চেন্নাই মেলে টিকিট ছিল তাদের। কিন্তু দুর্ঘটনার কারণে আর যেতে পারছেন না। বাতিল হয়েছে ট্রেন।

জ্যোৎস্না বেগম বলেন, ভারতে পরিচিত কেউ নেই। এখন শুনছি ভেলোর যাওয়ার ট্রেন বাতিল হয়েছে। আমি নিজে অসুস্থ, হাতে টাকাপয়সাও খুব বেশি নেই। খুবই বিপদে পড়ে গেলাম। কী করব বুঝতে পারছি না।

কথা হয় আরেক যাত্রীর সঙ্গে। নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়। পরিবার নিয়ে পুরী বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে তার ট্রেন। এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে তাকে।

এমন পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ জন্য পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী।

 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে’

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন

কাতারের কাছে দীর্ঘমেয়াদি জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ

নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের সুপারিশ

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়, মানবিকতায়ও নজির স্থাপন করেছে