বরিশাল সিটিতে কোনো ঝুঁকি ছাড়াই ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীরা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৩, বুধবার, ৩১ মে, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
  • স্বাধীনতার অর্ধ-শতাব্দী পরেও বাংলার ভানিস খ্যাত বরিশাল ব্যবসাবান্ধব নগরী হিসাবে গড়ে উঠেনি। 
  • আমি নির্বাচিত হলে নগরের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। 
  • বরিশাল হবে চাঁদাবাজ মুক্ত নগর । 
  • সহজ শর্তে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান করা হবে।
  •  ব‌রিশা‌লের বি‌সি‌কের ব্যবসায়ীরা নানা প্রতিকূলতার শিকার হ‌চ্ছেন। যা এক‌টি সভ্য দে‌শে কাম্য নয়। 

ধান-নদী-খাল এই তিনে বরিশাল। স্বাধীনতার অর্ধ-শতাব্দী পরেও বাংলার ভানিস খ্যাত বরিশাল ব্যবসাবান্ধব নগরী হিসাবে গড়ে উঠেনি। সুযোগ থাকলেও নগরের উন্নয়নের জন্য কোনও কাজ করেননি সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ। এমনই অভিযোগ দীর্ঘদিনের। তবে সময় পরিবর্তনের সঙ্গে আগামীতে কোনও ধরনের ঝুঁকি ছাড়াই ব্যবসা করার আশ্বাস দিয়েছেন মেয়র পদে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত।

সূত্র জানায়, ২৮  মে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স যৌথ মতবিনিময় সভায় বিভিন্ন অভিযোগের জবাবে মেয়র নির্বাচিত হলে ঝুঁকিমুক্ত ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সভায় খোকন সেরনিয়াবাত বলেন, আমি নির্বাচিত হলে নগরের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। বরিশাল হবে চাঁদাবাজ মুক্ত নগর । সহজ শর্তে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান করা হবে।

তিনি আরো বলেন, বরিশালে কখনো ব্যবসার পরিবেশ তৈরি হয়নি। অথচ ব্যবসা হচ্ছে অর্থনীতির মুল চালিকা শক্তি। বরিশালে শিল্প এলাকা আছে কিন্তু শিল্প কারখানা নেই। অথচ সরকার ব্যবসার জন্য বিশেষ গুরুত্ব দি‌য়ে থাকেন। যার প্রমাণ দে‌শে এখন চারটি সমুদ্রবন্দর র‌য়ে‌ছে। ব‌রিশা‌লের বি‌সি‌কের ব্যবসায়ীরা নানা প্রতিকূলতার শিকার হ‌চ্ছেন। যা এক‌টি সভ্য দে‌শে কাম্য নয়। আমি নির্বা‌চিত হ‌লে কোনো ঝুঁকি ছাড়াই ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীরা। বিগত দিনের ব্যর্থতা ঘোচানোর চেষ্টা করব।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বরিশাল একটি পুরাতন শহর। এই শহরের সঙ্গে বিশ্ব-গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবসায়িক সম্পর্ক ছিল। অথচ ঐতিহ্যবাহী এই নগর সাবেক মেয়রের উদাসীনতার কারণে নানা সমস্যায় জর্জরিত। তবে খোকন সেরনিয়াবাত মেয়র হয়ে বরিশালকে উন্নত-দেশের নগরীর মতো একটা ঝুঁকিমুক্ত বাণিজ্যিক নগরী গড়ে তুলবেন এমনটি আশা করছেন নগরবাসী।
 

Share This Article


বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারতে, বেড়েছে আরবে

আইপিইউর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

দুর্নীতি করব না, প্রশ্রয়ও দেব না: দীন মোহাম্মদ

ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে আগামীকাল

কাতারের আমিরের বাংলাদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

তালাকের হার গ্রামে বেশি, বড় কারণ পরকীয়া

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল দেখতে যাচ্ছেন ভুটানের রাজা ওয়াংচুক

বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: মিলার

৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট মিলছে আজ