হাতিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ৯৬০টি নির্মিত ঘর হস্তান্তর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৫, শনিবার, ২৭ মে, ২০২৩, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৯৬০টি গৃহহীন ও ছিন্নমূল পরিবারের জন্য পাকা ঘরের নির্মাণ শেষ হয়েছে। এই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে। 

গতকাল আজ বুধবার স্থানীয় প্রশাসনের কাছে এসব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে নৌবাহিনী।

স্থানীয় প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছ থেকে নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার এস এম জাহিদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share This Article