আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন কে?

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩০, শনিবার, ২৭ মে, ২০২৩, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ডান হাতের তর্জনীর চোটের কারণে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এজন্য আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব থাকছেন না, এটা একপ্রকার নিশ্চিত। এমন পরিস্থিতিতে সাদা পোশাকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন কে? সাকিবের ইনজুরির পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

টেস্টে সাকিবের ডেপুটি লিটন দাস। স্বভাবতই তার কাঁধে ওঠার কথা নেতৃত্বের ভার। শুক্রবার (২৬ মে) এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসান (টেস্ট অধিনায়ক) চোটে থাকাতে সহঅধিনায়ক যে, সে হবে অধিনায়ক। লিটন দাস সহঅধিনায়ক, আমিতো তা-ই জানি। অন্য কিছু এখনো শুনি নাই, না শুনলে কীভাবে বলব।’

রাজধানীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে এমন মন্তব্য করেন পাপন।

গত বছর মুমিনুল হক নেতৃত্ব হারানোর পর সাকিব-লিটনকে অধিনায়ক-সহঅধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিবি। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত নেতৃত্ব দেননি লিটন। তবে রঙিন পোশাকের দুই সংস্করণে নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে ওয়ানডেত ৩ ম্যাচ ও টি-টোয়েন্টিতে ১ ম্যাচ নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

Share This Article