গায়ক নোবেল গ্রেপ্তার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৬, শনিবার, ২০ মে, ২০২৩, ৬ জ্যৈষ্ঠ ১৪৩০

গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় হওয়া প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলাটি করা হয়। মতিঝিল থানায় মামলাটি করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম।

গত ১৭ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।

এজাহারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। গত ২৫ মার্চ বাদী সাফায়েত ইসলাম ও তার বন্ধু হাবিবুর রহমান রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলে চুক্তির সময় নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেন। নোবেল অনুষ্ঠানের আগেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন।

এজাহারে আরও বলা হয়, এসএসসি ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে ৪৭ হাজার টাকা নোবেলকে পাঠানো হয়। গত ১৪ এপ্রিল একই ব্রাঞ্চ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে মোট ১ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে চুক্তির টাকা আত্মসাৎ করেন।

বাদী সাফায়েত ইসলাম কালবেলাকে বলেন, নোবেল টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে হাজার হাজার দর্শকের সামনে আমাদের লাঞ্ছিত করেছেন। এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেছিলেন, মামলার প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা তদন্তাধীন। ২০২১ সালে ১ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু এ মামলা করেন। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

শীঘ্রই মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি!

কমিউনিটি ক্লিনিক: শেখ হাসিনার প্রশংসায় বিশ্বনেতারা

বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে জাতিসংঘে শেখ হাসিনার পাঁচ প্রস্তাব

জাতিসংঘে অনুষ্ঠিত সাইডলাইন কনফারেন্সে প্রশংসিত বাংলাদেশ

ভিসানীতি কার্যকরের অন্যতম উদ্দেশ্য হলো সহিংসতা কমানো: ডোনাল্ড লু

জাতিসংঘে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা জনগণ হতাশায় ভুগছে: ওআইসিকে মোমেন

ব্যয় বৃদ্ধি ছাড়াই সম্পন্ন হলো থার্ড টার্মিনাল

ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন


১৭ বছর ধরে মেডিকেলের প্রশ্নফাঁস করে আসছে চক্রটি

‘পাহাড়ের চূড়ায় জমি কিনে আস্তানা করেছে ইমাম মাহমুদের কাফেলা’

হেরোইন বিক্রির টাকায় আঙুল ফুলে কলাগাছ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্ত্রীর স্বীকৃতি না দিয়ে নবজাতককে বিক্রি

পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের ফাঁদ থেকে যেভাবে ফিরে এলেন ৪ তরুণ

অর্থপাচার মামলায় জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড

২৭ লাখ টাকা ফেরত দিয়ে রক্ষা পেলেন জমির উদ্দিন

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি জারিফ গ্রেপ্তার

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজধানীতে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার