লিটনের বিদায়ে ভাঙল দারুণ জুটি, অবিচল তামিমের ফিফটি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫১, রবিবার, ১৪ মে, ২০২৩, ৩১ বৈশাখ ১৪৩০

দলীয় ১৮ রানে রনি তালুকদারের বিদায়ের পর ৬৭ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর চারে নামা লিটন দাসকে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে দলীয় ১৩৭ রানে লিটনের বিদায়ে ভাঙে ৭০ রানের জুটি।

৩৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে ফেরেন লিটন। লিটন ফিরলেও উইকেটে অবিচল আছেন ওপেনার তামিম ইকবাল। সিরিজের আগের দুই ম্যাচে ব্যর্থতার পর তুলে নিয়েছেন ফিফটি। লিটনের বিদায়ে মাঠে নামেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া তাওহীদ হৃদয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান। ৫২ রানে ব্যাট করছেন তামিম। আরেক পাশে ১২ রানে অপরাজিত হৃদয়।

এর আগে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন রনি। তবে রনি ফিরলেও রানের গতি দারুণভাবে বজায় রেখেছিলেন ব্যাট করছেন অধিনায়ক তামিম ইকবাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। 

তবে ৬৭ রানের মাথায় ফিরে গেলেন শান্তও। দৃষ্টিনন্দন সব বাউন্ডারিতে ৩২ বলে ৩৫ করেন শান্ত। দলীয় ১১তম ওভারের পঞ্চম বলে ক্রেইগ ইয়ংয়ের বলে স্লিপে শান্তর ক্যাচ ধরেন অধিনায়ক অ্যান্ডি বলাবর্নি। এর আগে এই বলবার্নিই ম্যাচের শুরুর দিকে তামিমের সহজ ক্যাচ ছাড়েন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এটি। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। এই ম্যাচে আঙুলে চোটের কারণে সাকিব আল হাসান। পেসার শরীফুল ইসলামকেও রাখা হয়নি দলে। 

এ দুজনের পরিবর্তে অভিষেক হয়েছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। এছাড়া দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও। আগের ম্যাচে বল হাতে খরুচে তাইজুল ইসলামকে বাদ দেয়া হয়েছে। আর আয়ারল্যান্ড দলে গ্রাহাম হিউমের বদলে খেলানো হচ্ছে ক্রেইগ ইয়াংকে।

Share This Article