অপ্রচলিত বাজারে দেশের পোশাক রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১১, শনিবার, ১৩ মে, ২০২৩, ৩০ বৈশাখ ১৪৩০

বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করতে যেসব খাতের ভূমিকা অপরিসীম তার মধ্যে ‘পোশাক শিল্প’ অন্যতম। এই খাতের হাত ধরেই দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপ ও আমেরিকা হলেও এবার অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ। এতে করে দেশের অর্থনীতিতে রপ্তানি আয়ের নতুন মাত্রা যোগ হয়েছে, পাশাপাশি তৈরি পোশাক শিল্পের পরিধি আরো বড় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, অপ্রচলিত বাজারে গত অর্থবছরের চেয়ে ৩০.৮০ শতাংশ রপ্তানি বেড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মালয়েশিয়াতে ২৪ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৭৪ শতাংশ বেশি। এছাড়া এই ১০ মাসে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৫০ শতাংশ। শুধু তুরস্ক, মালয়েশিয়া নয়, নতুন বাজারের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, ভারত, জাপান, কোরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকাসহ ২৫টি দেশ রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাপানের প্রধান বাজারগুলোতে বাংলাদেশের পোশাক পণ্যের রপ্তানি ছিল ১.৩২ বিলিয়ন ডলার। এছাড়া অস্ট্রেলিয়াতে ৯৬১.৩০, ভারতে ৮৮৯.০৬, এবং দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানির পরিমাণ ছিল ৪৭৭.৮১ মিলিয়ন মার্কিন ডলার।

এ বিষয়ে বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, ইইউ অঞ্চলের প্রধান বাজারগুলোতে গত বছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ৮.৫৮ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে। তিনি বলেন, একই সময়ে ফ্রান্স এবং স্পেনে আরএমজি পণ্য রপ্তানি যথাক্রমে ২২.২১ শতাংশ এবং ১৬.৬৯ শতাংশ বেড়েছে। ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করা ও রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে নতুন রূপরেখা তৈরি করেছে বিজিএমইএ। এর মধ্যে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ানো তাদের অন্যতম কৌশল।

Share This Article


রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, তারপর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা

‘অভিজ্ঞতার আলোকে ব্যাংক একীভূতকরণে নতুন প্রস্তাব গ্রহণ করা হবে’

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, এরপর চট্টগ্রাম সিলেট কুমিল্লা 

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

কোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে সাহায্য করবে ব্রাজিল

এবার একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক

ঈদের আগে আরেক দফা বাড়লো সোনার দাম

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

ঈদ ঘিরে জমজমাট ভৈরবের জুতাশিল্প, ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

ঈদে যেসব জায়গায় পাওয়া যাচ্ছে নতুন নোট