পদ্মা সেতুতে ৩২১ দিনে ৭০২ কোটি টাকা টোল আদায়

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫৮, শনিবার, ১৩ মে, ২০২৩, ৩০ বৈশাখ ১৪৩০

উদ্বোধনের পর থেকে ১২ মে পর্যন্ত পদ্মা সেতু থেকে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে অন্যান্য যানবাহনের পাশাপাশি ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল। ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে জানিয়ে আমিরুল হায়দার চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, শিগগিরই পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হবে। যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিকের বেশি জানান তিনি।

Share This Article


৩১ মার্চ থেকে মিলবে নতুন টাকার নোট, পাওয়া যাবে যেভাবে

ভারত থেকে এলো ১৭১ টন আলু

প্রতিদিন মোবাইলে ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন

রমজান উপলক্ষে ১০ হাজার টন চিনি কিনবে সরকার

কৃষির উৎপাদন বাড়াতে গুণগত বীজ ও আধুনিক স্টোরেজ নিশ্চিতের তাগিদ

ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

পারস্পরিক সহযোগিতায় অর্থনৈতিক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ ও ঘানা

‘আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ’

কমলো সোনার দাম

রেমিট্যান্সের ওপর আইএমএফের কর আরোপের পরামর্শ শুনবে কি সরকার?

‘পদ্মা ব্যাংকের আমানতকারী, শেয়ারহোল্ডারদের ক্ষতি হবে না’