সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৮, শুক্রবার, ১২ মে, ২০২৩, ২৯ বৈশাখ ১৪৩০
  • সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। 

আরো ২৩৯ বাংলাদেশি যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান থেকে বাংলাদেশে ফেরত এলেন।

শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৯ টা ১০ মিনিটে তারা দেশে ফেরত আসেন। 

সকাল পৌনে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়। 

গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে।

সুদানের গত ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article