যে কারণে দেশে ‘পাঠান’-এর মুক্তি আবারও পেছাল

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:১৭, বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ২১ বৈশাখ ১৪৩০

নানা বিতর্কের অবসান ঘটিয়ে দেশের প্রেক্ষাগৃহে বলিউড কিং শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা ছিল ৫ মে। তবে এক সপ্তাহ পিছিয়ে আগামী ১২ মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু এবং ‘পাঠান’ সিনেমার আমদানিকর্তা অনন্য মামুন।

প্রযোজক নেতা খসরু বলেন, ৩ মে সেন্সরে দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। সে তালিকায় ‘পাঠান’ নেই। এর পর বৃহস্পতিবার (৪ মে) সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এর মধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে— ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। তবে দুই সপ্তাহ নয়, আমরা এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছি।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার মামুন বলেন, চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতেই উপমহাদেশীয় সিনেমা আমদানি করার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। তারা সিদ্ধান্ত নিয়েছে ‘পাঠান’ এক সপ্তাহ পর মুক্তি পাবে। দেশের সিনেমার মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ১২ মে মুক্তি দেওয়া হবে ‘পাঠান।’

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল পাঁচটি শর্তে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে উপমহাদেশীয় ভাষায় নির্মিত সিনেমা আমদানির অনুমতি দেয় সরকার।
 

বিষয়ঃ তারকা

Share This Article