পোর্ট সুদান পৌঁছেছেন ৬৫০ বাংলা‌দে‌শি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৮, বুধবার, ৩ মে, ২০২৩, ২০ বৈশাখ ১৪৩০
  • সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। 

সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৫০ বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। দুই দফায় মোট ১৩টি বা‌সে ক‌রে পোর্ট সুদান পৌঁছান তারা। সেখান থে‌কে তা‌দের জাহা‌জে ক‌রে জেদ্দায় নেওয়া হ‌বে।

সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের প্রত‌্যাবর্ত‌নের স‌ঙ্গে সং‌শ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা  এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ কর্মকর্তা জানান, প্রথম দফায় ১০‌টি বা‌সে পাঁচ শতা‌ধিক বাংলা‌দে‌শি পোর্ট সুদান পৌঁছায়। পরে আরও তিন‌টি বা‌সে বা‌কিরাও পোর্ট সুদান পৌঁছে‌ছেন। পোর্ট সুদান থে‌কে বুধবার জাহা‌জে ক‌রে তা‌দের জেদ্দায় নেওয়া হ‌বে। জেদ্দা হ‌য়ে তারা দে‌শে ফির‌বেন।

মঙ্গলবার ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে ১৩টি বাস দুই দফায় সুদানের খার্তুম থেকে পোর্ট সুদানের দিকে রওয়ানা হয়। 

খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বল‌ছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। 

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

কেরানীগঞ্জে অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল দেখতে যাচ্ছেন ভুটানের রাজা ওয়াংচুক

বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: মিলার

নিউইয়র্কে নিজ বাসায় পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

‘২৫ মার্চ মুক্তিকামী জনতার ওপর গুলি চালায় মেজর জিয়া’

প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব

বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা

উপজেলা পরিষদ নির্বাচন: অনলাইনে মনোনয়নপত্র জমা দেবেন যেভাবে